ভবিষ্যৎ পরকিল্পনা:
সকল শিক্ষার্থীর ছবিসহ আইডির্কাড ও ডাটাবেজ প্রণয়নসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামো নর্মিাণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হব। ঝরে পড়া ও স্কুল র্বহিভুত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণরে জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হব। সকল শিশুর জন্য সমতাভত্তিকি ও মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষপে বাস্তবায়নরে পাশাপাশি স্থানীয় র্পযায়ে উদ্ভাবনী র্কাযক্রম গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস