শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার মাধ্যমে মানুষের কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। যার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিফলিত হয়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাসত্মবায়ন তথা সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে উপজেলা শিক্ষা অফিস পবা, রাজশাহী একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অফিসটি সকল সরকারি, রেজিঃ বেসরকারি, কমউনিটি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ‘শিক্ষার বিনিময়ে উপবৃত্তি’ প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি যুগামত্মকারীর পদক্ষেপ। দারিদ্র প্রধান বাংলাদেশে এই প্রকল্পটি সমাজের সকল সত্মরে শিক্ষা বিসত্মারে এক অভাবনীয় সহায়কের ভূমিকা পালন করে চলেছে।‘শিক্ষার বিনিময়ে উপবৃত্তি’কার্যক্রম উপজেলা শিক্ষা অফিস পবা, রাজশাহী পরিচালনা করে থাকে। উপজেলা শিক্ষা অফিস পবা, রাজশাহীর আওতাধীন ৮২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় রয়েছে ।