Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহরে (৩ বছর) প্রধান র্অজনসমূহঃ

প্রাথমিক শক্ষিার গুরুত্ব উপলব্ধি করে র্বতমান সরকার সমতাভত্তিকি ও মানসম্মত প্রাথমকি শক্ষিা নশ্চিতিকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছ। শিক্ষক:শিক্ষার্থী এবং শিক্ষার্থী:শ্রেণীকিক্ষরে অনুপাত হ্রাসকরণরে লক্ষ্যে এ উপজেলায় নতুন শক্ষিকরে পদসৃষ্টসিহ ৮৩ জন শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়ছে। শতভাগ র্ভতি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যিালয়ে প্রাক-প্রাথমকি শিক্ষা চালু করা হয়ছে। বাস্তব চাহদিার আলোকে প্রতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে মোট ৫৬ টি দপ্তরি কাম প্রহরী পদ সৃজন করা হয়ছে।বিদ্যালয় র্পযায়ে শক্ষিার অনুকূল পরবিশে সৃষ্টরি লক্ষ্যে ১৭টি নলকূপ স্থাপনসহ ১০টি ওয়াশব্লক নির্মাণ  করা হয়ছে । বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতিকরণরে লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে ২০১৬- থেকে  ২০১৮ সাল র্পযন্ত বনিামূল্যের ৪ লক্ষ ৭১ হাজার ৭৬৮ বই বতিরণ করা হয়ছে। তাছাড়া, ঝরপেড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনরে লক্ষ্যে দরদ্রি পরবিাররে শিক্ষা সহায়তা র্কাযক্রমরে আওতায় ৮৩টি প্রাথমিক বদ্যিালয়ের  (পৌরসভার বদ্যিালয়সহ)   ১৭৫০৬ জন শিক্ষার্থীকে  উপবৃত্তি এর আওতায় আনা হয়ছে। ৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়ছে। ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে মলি চালু করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়েছে। বদ্যিালয় ভিত্তিক উন্নয়ন পরকিল্পনা বিকেন্দ্রিকরণরে ৮৩ টি প্রাথমকি বদ্যিালয় স্কুল লেভেলে ইমপ্রুভমেন্ত প্ল্যান (SLIP) বাস্তবায়নরে জন্য বিদ্যালয়ে প্রতি বাৎসরিক ৪০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হচ্ছ। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতএদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছ। ২০১২ সাল হতে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বদ্যিালয় ফুটবল র্টুণামন্টে পরচালিত হয়ে আসছ। একই সাথে বিভাগের  সকল প্রাথমিক বদ্যিালয়ের  শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে  আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতযিোগতিা অনুষ্ঠতি হচ্ছ।